সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

https://youtu.be/EHO3FaVWJDw

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভিযুক্ত করে বলেছেন, ইউরোপ হচ্ছে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। এসব দেশ সন্ত্রাসীদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য ইউরোপ অব্যাহতভাবে স্বর্গরাজ্য হিসেবে কাজ করছে। এই যখন তাদের অবস্থা তখন সন্ত্রাস নিয়ে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের দোষারোপ করা নিতান্তই হাস্যকর বিষয়।

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আংকারাকে সন্ত্রাসবিরোধী আইন সংস্কার করে ইউরোপীয় ইউনিয়নের মানে আনতে হবে। ইইউর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার রাজধানী আংকারায় এরদোগান এসব কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সবার আগে আমরা আশা করি সন্ত্রাসবাদকে সমর্থনকারী আইন সংশোধন করবে ইউরোপীয় ইউনিয়ন। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত সুবিধা না দেয়ার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। গত মার্চ মাসে এ বিষয়ে ইইউ এবং তুরস্কের মধ্যে চুক্তি হয়েছিল। ইইউ বলছে, ভিসা মুক্তির সুবিধা পেতে হলে তুরস্ককে অবশ্যই সন্ত্রাসবাদ-বিরোধী আইন পরিবর্তনসহ বেশ কিছু নির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সমালোচকরা বলছেন, তুরস্কে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এছাড়া, সিরিয়া সংকট শুরুর পর থেকে তুরস্ক উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে আসছে। পাশাপাশি সন্ত্রাসীদের পাচার করা তেলের প্রধান গন্তব্য হচ্ছে তুরস্ক। এর আগে এক খবরে বলা হয়, ভিসা ছাড়া ভ্রমণ সুবিধার বিপরীতে সন্ত্রাসবিরোধী আইনের কোনো সংশোধন তুরস্ক আনবে না বলে হুঁশিয়ারি দেন এরদোগান। তিনি ইউরোপীয় ইউনিয়নকে উদ্দেশ করে বলেন, আমরা আমাদের পথে চলব। আপনারা আপনাদের পথে চলুন। প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে তুরস্কের নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমোদন দেয়ার বিপরীতে দেশটির সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করতে বলা হয়েছিল। তবে তাতে সম্মত হয়নি তুরস্ক। তুরস্ককে ইইউ নেতাদের দেয়া শর্তগুলোর মধ্যে আরো ছিল বাক স্বাধীনতা ও বিচারের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা। ইউরোপের শরণার্থী সংকট নিরসনে ইইউর সঙ্গে একটি চুক্তি হয়েছিল তুরস্কের। ওই চুক্তির আওতায় গ্রিস থেকে তুরস্কে আসা শরণার্থীদের না ফিরিয়ে দেয়ার কথা উল্লেখ ছিল। সন্ত্রাসবিরোধী আইন সংশোধনও চুক্তির একটি অংশ ছিল।

সূত্র : বিবিসি, রয়টার্স

ভিডিও

https://youtu.be/EHO3FaVWJDw

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন