আল্লামা আহমদ শফী দা.বা.-এর সঙ্গে সাক্ষাত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমসহ আন্দোলনের একটি প্রতিনিধি দল।
আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফীর নিজস্ব কার্যালয়ে নেতৃবন্দ এক সাক্ষাতকারে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের মুহতারাম আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব আল-ইকবাল ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মনিরুল ইসলামসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
সাক্ষাতকালে মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম গত ৫ ও ৬ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত হত্যাকান্ডে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা, হয়রানী ও কুরআন পোড়ানোর অপবাদেরও তিনি নিন্দা জানান। মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম আল্লামা আহমদ শফী দা.বা.-এর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘায়ূ কামনা করেন।
আল্লামা আহমদ শফী দা.বা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দোয়া করেন এবং নেতৃবৃন্দকে হকের ওপর অটল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সংবাদ/বিবৃতি
The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.
সম্পর্কিত কার্যক্রম
সম্পর্কিত কার্যক্রম
October 9, 2020
October 8, 2020