সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

DMD

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন সভা ৫ মার্চ রবিবার নগর সভাপতি মুহা. এহতেশামুল হক পাঠান-এর সভাপতিত্বে নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহা. হাছিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এইচ.এম. কাওছার আহমাদ।

সম্মেলনে ঘোষিত নগর দক্ষিণের কমিটি-

সভাপতি : মু. জোবায়ের ইসলাম
সহ-সভাপতি : মু. আল আমিন সিদ্দীক
সাধারণ সম্পাদক : মু. শরিফুল ইসলাম রিয়াদ

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন