সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

সৌদি আরবে চলতি মৌসুমে ওমরাহ হজযাত্রীদের সংখ্যা গত বছরের তুলনায় ১০ ভাগ কমে গেছে। মক্কা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) হজ ও ওমরাহ কমিটির উপ-প্রধান আবদুল্লাহ গাধির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।Omra

চলতি মৌসুমে ওমরাহ করার জন্য এ পর্যন্ত মক্কায় এসে পৌঁছেছেন ১৮ লাখ হজযাত্রী। গতবছর এ সময়ে এ সংখ্যা ছিল ২০ লাখ। এবার ওমরাহ মৌসুমে প্রতি মাসে ১২ লাখ হজযাত্রী সৌদি আসবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল হজ মন্ত্রণালয়। কিন্তু তাদের সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতি মাসে ৪০ হাজার কম অর্থাৎ ৮০ হাজার করে হজযাত্রী আসছেন।

আবদুল্লাহ গাধি আরো জানিয়েছেন, এ বছর ইন্দোনেশিয়া, তুরস্ক, জর্দান, মরক্কো, ইরাক, লিবিয়া ও ইরান থেকে আগত ওমরাহ হজযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। কেবল মিশর ও পাকিস্তান থেকে আগত হজযাত্রীদের সংখ্যা ২০ ভাগ বেড়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই ওমরাহ পালনে আগ্রহীদের সংখ্যা অতটা কমে গেছে বলে মনে করছেন তিনি।

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন