সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

Falgun-Mahfil

আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে ছাত্র আন্দোলনকেই প্রস্তুত থাকতে হবে -পীর সাহেব চরমোনাই

আজ ২৬ ফেব্রুয়ারি’১৬ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে চরমোনাই ময়দানে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীনের সভাপতিত্বে ছাত্র গণজামায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মু. রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
পীর সাহেব চরমোনাই বলেন, জাতি আজ দিশেহারা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদেরকে রাজনৈতিক দলগুলো ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। ফলে তারা বেপরোয়া হয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। হল দখল, মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল অন্যায় কাজ তারা করে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্রদেরকে একটি আদর্শিক ফ্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই আদর্শিক প্লাটফর্ম হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

তিনি আরো বলেন, বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম এই কাফেলাকে হক বলে স্বীকৃতি দিয়ে গেছেন। আর হকের বিজয় অবশ্যই হবে, ইনশাআল্লাহ। তাই আমাদের আর কোন দ্বিধা থাকা উচিত নয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়ে সকল মুসলমানকে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকের প্রার্থীদের সমর্থন দেয়ার জন্য আহবান জানান। গণজমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানসহ ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ বাদ ফজর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ সারাদিন নসীহত পেশকারীদের মধ্যে আরো ছিলেন উজানীর ক্বারী ইব্রাহীম রহ এর নাতি মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা নুরুল হুদা ফয়েজী। জুমআর নামাজে খুতবা ও ইমামতি করেছেন সৌদী থেকে আগত রিয়াদের এক প্রসিদ্ধ মসজিদের খতিব শায়েখ মো: সালেম আস-সামেরী । বাদ আছর মুসল্লীদের হাজিরা ও আমলের পরীক্ষা নেয়া হয়। বাদ মাগরীব বয়ান করেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আগামীকাল বাদ ফজর বয়ানের পর সকাল ৮টায় পীর সাহেবের আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৩দিনব্যাপী বিশাল এ মাহফিলের।

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন