আজ সোমবার সন্ধা ৭টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের শীর্ষ নেতা এম. হাছিবুল ইসলাম-এর সভাপতিত্বে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এম. হাছিবুল ইসলাম বলেন- দলগত ভিন্নতা থাকলেও আমরা চাই ছাত্র সংগঠনসমূহের মাঝে মনস্তাত্ত্বিক ঐক্য বজায় থাকুক এবং দেশের ক্রান্তিলগ্নে ছাত্রসংগঠনসমূহের ঐক্যের কোন বিকল্প নেই। তাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে জাতির নেতৃত্ব দিতে হবে।
সভায় উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কে বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করায় সাধুবাদ জানান। তারা আরও বলেন, শুধু ইস্যুভিত্তিক নয়; বরং আমাদের মাঝে বুদ্ধিবৃত্তিক ও নিয়মতান্ত্রিক ঐক্য থাকা প্রয়োজন। নেতৃবৃন্দ এমন হৃদ্যতার সংলাপ ও মতবিনিময় সভা সবসময় আয়োজন করারও অভিপ্রায় ব্যক্ত করেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তলাবায়ে আরাবিয়া‘র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুর রহমান, মুসলিম ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি এসএইচ আসাদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ‘র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস‘র কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মাদ মনির হুসাইন, ইসলামী ছাত্র মজলিশ সেক্রেটারি ওবায়েদুর রহমান, মুসলিম ছত্রলীগ সেক্রেটারি জান্নাতুল মাওয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমূখ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
আমাদেরকে সাথে পেতে
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: Islami Shasantantra Chhatra Andolan
twitter: www.twitter.com/iscabd
YouTube-(ISCA BD): www.youtube.com/iscabd1
Google Plus: www.google.com/+iscab