ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি দিবালোকে ব্যাংক ডাকতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন সরকারের প্রধানত কাজ হলো দেশের মানুষের ও ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দেয়া। গত বাজেটে আমরা দেখছি, সর্বোচ্চ বরাদ্ধ দেয়া হয়েছে জনপ্রসাশন খাতে। রাষ্ট্রের শত শত কোটি টাকা আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে খরচ হচ্ছে। অথচ যে জনতার নিরাপত্তার জন্য এতো আয়োজন তার কিছুই হচ্ছেনা।
প্রতিদিনের পত্রিকা খুললে খুন, ধর্ষণ, ডাকাতির খবর থাকছেই। উপরন্তু গতকাল জাতি প্রত্যক্ষ্য করলো পশ্চিমা মধ্য যুগিয় বর্বরতাকে হার মানিয়েছে। বিশ্বে এমন একটা ঘটনা ঘটতে পারে তা কল্পনারও অতীত ছিলো। উক্ত বিবৃতিতে আরো বলাহয় সরকার আইন শৃংখলা বাহিনীকে যে দলীয় বাহিনীতে রূপান্তর করছে, এই সর্বনাশা আইন-শৃঙ্খলা অবনতি তারই বহি:প্রকাশ। আজ দেশ সন্ত্রাসীদের সর্গরাজ্যে পরিণত হয়েছে, স্বাধীনতার ৪৪ বছর পরও এই অরাজকতা জাতিকে অবাক করে। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।