গাজায় চলমান ভয়াবহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, তারা শুধু একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেননি—তারা হয়ে উঠেছেন নির্যাতিত মানুষের পক্ষে ন্যায়ের কণ্ঠস্বর। তাদের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যৎ আন্দোলনের প্রেরণা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিশ্ববাসী একত্রিত হলেই ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আমরা আমাদের আন্দোলন ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করছি এবং সবাইকে এই পথে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ