আজ ৭ মার্চ’১৬, সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে রিটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি রক্ষা সম্ভব হয়েছে দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী বলে। কারণ অন্য ধর্মের প্রতি উদারতা, সহানুভূতি ও সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম নির্দেশ প্রদান করেছে। তাই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে টিকিয়ে রাখা সময়ের দাবী।
আজ যেসকল বিপথগামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে, তারা যেমনিভাবে দেশ ও জাতীকে ধ্বংসের চক্রান্ত করছে; ঠিক তেমনিভাবে রাষ্ট্রধর্ম নিয়ে ষঢ়যন্ত্রকারীরা দেশ ও জাতীকে নিয়ে চক্রান্ত করছে।
নেতৃদ্বয় আরো বলেন, দেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা হওয়ার কারণেই ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালীরা ঝাঁপিয়ে পড়েছিল। আজও চক্রান্তকারীরা দেশের অধিকাংশ মানুষের ধর্মকে কেড়ে নিতে চাইলে দেশবাসী আবারো ঝাঁপিয়ে পড়বে।