আবারও এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ইশা ছাত্র আন্দোলনের
আমরা সকলেই জানি ২০১২ সাল থেকে ব্যাপক আকারে প্রশ্নফাঁস হচ্ছে। অথচ শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। কিন্তু প্রশ্নফাঁস আজ মহামারী আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, পাবলিক পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক সমাপনী পরীক্ষারও প্রশ্নফাঁস হচ্ছে। প্রশ্নফাঁস এখন রুটিন মাফিক বিষয় হয়ে পড়ছে। চলমান এসএসসি পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে। অথচ এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। সিন্ডিকেটের মূল হোতারা থেকে যাচ্ছে বরাবরই অন্ধকারে এবং সরকার এতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
কেন্দ্রীয় সভাপতি চলমান এসএসসি/সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কড়া সমালোচনা করে বলেন, আমার সোনার বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষানীতি, শিক্ষা আইন করে পাঠ্যপুস্তকে ইসলাম এবং দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব বিরোধী বিষয় সংযোজনের অপচেষ্টা চালিয়ে আসছে। মানববন্ধনে তিনি প্রশ্নফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ঢাকা মহানগর উত্তরের সভাপতি কেএম শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে ও মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী ও মহানগর নেতৃবৃন্দ।