ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর সদ্য সাবেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহা. মাহবুব আলম-এর পিতা মুহা. ওয়াজেদ আলী সোমবার (২০ ফেব্রুয়ারি’১৭) দুপুর সোয়া ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কেন্দ্রীয় নেতা মাহবুব আলম-এর পিতার ইন্তোকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রহুল আমীন, কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, মাহবুব ভাই দীর্ঘ প্রায় একযুগ যাবৎ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আলোকিত করেছেন এ কাফেলাকে। তার ত্যাগের কথা অবর্ণনীয়। দীনি কাজের সহযোগী হিসেবে তার পিতা নিজেকে নিবেদিত করেছিলেন। অত্যন্ত নেককার পরহেযগার সন্তান তিনি রেখে গেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি- আল্লাহ মরহুমকে আপনি জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এসময় নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে কেন্দ্রীয় নেতার পিতার রূহের মাগফিরাত কামনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এইচ.এম কাওছার আহমাদ, যোগাযোগ ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক নূরুল করীম আকরাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আল-আমিন প্রমুখ।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমের রূহের মাগফিরাতের জন্য সম্মিলিতভাবে দোয়া করা হয়।