নায়েবে আমীরের ইন্তেকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুর রশিদ রহ. (পীর সাহেব বরগুনা)-এর জীবন-কর্ম ও আমাদের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার, বাদ আসর জামিয়া সাঈদিয়া মিলনায়তনে (ভাটারা, ঢাকা) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ব্যবস্থাপনায় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আরো বক্তব্য রাখেন কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ।