গত ২১ জানুয়ারি ২০১৬ রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় বন্ধন কমিউনিটি সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার “জেলা সম্মেলন” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর মুহতারাম কেন্দ্রীয় সহ-সভাপতি জি. এম. রুহুল আমিন।
উক্ত সম্মেলনে ২০১৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- শেখ ইহ্তেশাম বিল্লাহ, সহ-সভাপতি- ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক- ইউনুছ আহাম্মদ সাতিয়ানী।
সংবাদ/বিবৃতি
The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.
সম্পর্কিত কার্যক্রম
সম্পর্কিত কার্যক্রম
October 9, 2020
October 8, 2020