ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ভিখারির মতো ত্রাণ না বরং সরকারের গাফিলতির কারণে হাওরবাসীর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। ত্রাণ সচিব বললেন, দুর্গত এলাকা ঘোষণা করতে নাকি অর্ধেক মানুষ মারা যেতে হবে। সচিবের এই কথা সরকারের জনবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। একটি ফুলকে বাঁচাবো বলে যে জাতি যুদ্ধ করেছে তারা লাখো মানুষের জীবনের প্রশ্নেও বিচলিত না।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল’১৭) জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে হাওর অঞ্চলকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মুহা. তাজওয়ার হাসান-এর সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক মুহা. শরিফুল ইসলাম রিয়াদ-এর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমাদ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুজ্জাহের আরেফী, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহা. শরীফুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. আল-আমিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি যুবায়ের আহমাদ, উত্তরের সহ-সভাপতি মুহা. জহিরুল ইসলাম, পশ্চিমের সাধারণ সম্পাদক মুহা. নূরুল ইসলামসহ নগর নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাজ হলো দুর্যোগ সংগঠিত হওয়ার আগেই তা থেকে উত্তোরণে পূর্বপ্রস্তুতি নেয়া। কিন্তু এক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। দায়িত্ব পালনের ব্যর্থতায় তাকে পদত্যাগ করতে হবে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, উপজেলা, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো হাওর ও জলাভূমির উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করা। কিন্তু এক্ষেত্রে তাদের দায়িত্ব পালনের গাফিলতি ও বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে বাঁধ ভেঙ্গেছে বলে পত্রিকায় প্রতিবেদন এসেছে। দুর্নীতি ও দায়িত্বে গাফিলতি করার জন্য আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। সাথে সাথে দুর্গত মানুষের এই বিপদের সময় দেশের বিত্তশালীসহ সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।
সমাবেশে বক্তরা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ত্রাণ সংগ্রহ ও বিতরণের ঘোষণা দেন।
একই দাবিতে আজ সিলেট জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।