জেরুজালেমে মার্কিন দুতাবাস স্থানান্তর এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে
আগামীকাল ইশা ছাত্র আন্দোলন-এর বিক্ষোভ
গত ৭ ডিসেম্বর’১৭ মুসলমানদের প্রথম কেবলা আল-আকসার পবিত্র ভূমি জেরুজালেমকে ইসলাইল এর রাজধানী এবং মার্কিন দুতাবাস স্থাপনের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর গতকাল তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দুতাবাস স্থানান্তর করে। আর তা উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এবং তার জামাই এবং ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। এরই প্রতিবাদে বিক্ষোভ করে ফিলিস্তিনি সাধারন জনগণ। শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি বোমা এবং টিয়ারগ্যাস ও আগুন নিক্ষেপ করে ইসরাইল সেনারা। এতে প্রায় অর্ধশতাদিক নিহত হয় এবং আহত হয় আড়ায় হাজারেরো বেশি। মিডল ইস্ট মনিটর টাইমস অব ইসরাইল-এর বরাতে জানা যায় গতকাল যুক্তরাষ্ট্রের মার্কিন দূতাবাস উদ্বোধনকালে ড্রোনাল্ড ট্রাম্প জেরুজালেমে আজান বন্ধেরও ঘোষণা দেয়।
এতে এক যৌথ বিবৃতিতে ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম। এ ইস্যুতে আজ ১৬/০৫/১৮ ইং বুধবার সকাল ১১টায় জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইশা ছাত্র আন্দোলন।
আমাদেরকে সাথে পেতে :
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: www.facebook.com/iscabd91
twitter: www.twitter.com/iscabd
yt-1 (ISCA Online Channel): www.youtube.com/iscabd
yt-2 (ISCA BD): www.youtube.com/iscabd2
Google Plus: www.google.com/+iscabd