“হে যুবক! চলো এগিয়ে যাই হাতে হাত রেখে সংগ্রামে সংগ্রামে”
রহমাতুল্লাহ বিন হাবিব
তৃতীয় পর্ব
মানুষের কাছে হক ও বাতিল স্পষ্ট হওয়ার পরও কিছু মানুষ তাদের হিন স্বার্থ চরিতার্থ করার লক্ষে বাতিলের পক্ষে কাজ করে যাচ্ছে। এবং দীনের পথে সংগ্রামকারি আদর্শবান মানুষদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে শক্ত ভাবে। এতদসত্যেও তারুণ্যের তেজে দ্বীপ্ত একদল যুবক ইসলামের সুমহান আদর্শকে উচু করার জন্য, জাহেলীয়্যাতের চরম অন্ধকার থেকে এ জাতিকে মুক্ত করার জন্য ঈমানী বলে বলিয়ান হয়ে, সাহাবী রা. গণের আদর্শে আদর্শবান হয়ে শহীদী মৃত্যুর দৃপ্ত তামান্নায় সর্বদাই সর্বোচ্চ সংগ্রাম করে চলছেন। কোনো বাতিলের রক্তচক্ষু, ইবলীশের দোসরদের কোনো অশুভ শক্তি, দুনিয়ার কোনো প্রলোভন, মোনাফেক গোষ্ঠির গোপন ষঢ়যন্ত্র কোনো কিছুই তাদেরকে দীন বিজয়ের এ সংগ্রাম থেকে এক বিন্দুও টলাতে পারেনি। বরং তাদের পথচলা হয়েছে আরও সুদৃঢ়। তাদের সংগ্রাম পেয়েছে আরও শক্তি। এগিয়ে চলেছেন তারা আরও দুর্বার গতিতে। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম সমাজকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অংস হিসেবে মুসলমানদের উপর চলছে অমানুষিক নির্যাতনের ষ্টিম রোলার। মায়ানমারে আজ পশুর মত নির্বিচারে হত্যা করা হচ্ছে মুসলমানদের।