◇ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সংঘঠিত সকল নিপীড়ন ও গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ-আওয়াজ তুলুন।
◇ শিক্ষাঙ্গনে সন্ত্রাস মাদক, দুর্নীতি, চাঁদাবাজি টেন্ডারবাজি ও অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ও নৈতিকতাসমৃদ্ধ শিক্ষানীতি প্রণয়নে গণদাবি তুলন।
◇ ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে নারীর নেতিবাচক উপস্থাপনা ও পণ্যায়ন বন্ধ করুন এবং পশ্চিমা অপসংস্কৃতি ও ব্রাহ্মণ্যবাদী আকাশ সংস্কৃতির পরিবর্তে হাজার বছরের লালিত ইসলাম বিধৌত দেশীয় সংস্কৃতি চর্চা করুন।
◇ সমৃদ্ধ রাষ্ট্র ও নৈতিক সমাজ বিনির্মাণে এবং বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণকে আরও গতিশীল করতে পরিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ জ্ঞানার্জন, স্বচ্ছ চিন্তাধারা ও মার্জিত চরিত্র ধারণের মাধ্যমে আত্মোন্নয়ন ও ব্যক্তিগঠনে ব্রত হোন।
◇ বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিতকল্পে ও তরুণ নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যূথকণ্ঠে আওয়াজ তুলুন।
◇ কওমি সনদের স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন এবং আলিয়া মাদরাসার সার্বিক উন্নতি ও মানোন্নয়নের জন্য রাষ্ট্রীয় বিশেষ গুরুত্ব ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি তুলুন।
◇ একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সকল অপশক্তির চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা জাগ্রত থাকুন।
ব্যক্তিগঠনের মাধ্যমে সমাজ বিনির্মাণের পথ ধরে ইসলামভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।