সংবাদ/বিবৃতি

সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচি হিসেবে দেশব্যাপী জেলায় জেলায় বর্ণমালা মিছিল, আলোচনা সভা ও ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাষা দিবসের সার্বজনীন কর্মসূচি বাস্তবায়নে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় পুলিশি বাঁধায় বর্ণমালা মিছিল পন্ড হয়।
সন্ধ্যায় দিনব্যাপী কর্মসূচি পরবর্তী এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করিম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন পুলিশি বাঁধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বজনীন কর্মসূচিতে পুলিশি বাঁধা প্রমাণ করে ভাষা শহীদদের স্মরণ ও মাতৃভাষা দিবসের মতো সার্বজনীন কর্মসূচি পালনের অধিকার থেকে জনগণ বঞ্চিত। ভিন্নমত দমনে সার্বজনীন ও রাজনৈতিক অধিকার বঞ্চিত করা এদেশের সংস্কৃতিতে পরিণত করেছে বর্তমান ক্ষমতাসীন সরকার।

নেতৃদ্বয় বলেন ১৯৫২ সালে একমাত্র ভাষা হিসেবে বাংলা ভাষার অধিকার সংগ্রাম ও রক্ত দিয়ে আদায় করতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় রক্তে কেনা মাতৃভাষা বাংলা আজ চরম অবহেলিত। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন, নাটক-সিনেমার সংলাপসহ প্রায় সর্বস্তরে ভিনদেশী ভাষার বাহুল্য ও বাংলা -ভিনদেশি ভাষার মিশেল ব্যবহার স্বাভাবিক ধারাকে ব্যপকভাবে বাধাগ্রস্থ করছে। দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান নেতৃদ্বয়।

বিবৃতিতে নেতৃদ্বয় দেশব্যাপী জেলায় জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন