সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

https://scontent.fdac15-1.fna.fbcdn.net/v/t1.0-9/75462330_2445382322184269_2666442201323536384_o.jpg?_nc_cat=110&_nc_oc=AQnGOUJPwMazMZz8EtE5OG16VUPgIZWfX1rgZbvwk47g5aOVjzxOZ27tQAtuA1uOr4k&_nc_ht=scontent.fdac15-1.fna&oh=6b0d0b5388764d664c092891bc20c201&oe=5E5E290E

প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

আলিয়া মাদরাসা সনদের মানোন্নয়নে এটিএম হেমায়েত উদ্দিনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। আজ ২৪ অক্টোবর‘১৯ ইং রোজ বৃহস্পতিবার আইএবি মিলনায়তনে বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত “আলিয়া মাদরাসা সনদের মানোন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর অবদান ও জীবন-কর্ম” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী ঐক্য আন্দোলন-এর আমীর ড. মাওলানা ঈসা শাহেদী। তিনি তার বক্তব্যে বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ছিলেন মাদরাসা শিক্ষার মান আদায় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম পথিকৃৎ এবং দাবি আদায়ের সংগ্রামে অগ্রসেনানী।

https://scontent.fdac15-1.fna.fbcdn.net/v/t1.0-9/73515650_2445381432184358_7743165928279375872_o.jpg?_nc_cat=103&_nc_oc=AQkli8rSrnUXHW8j36gC2cIue7V7yY07Kj1UgdceNuy7xoc41sdhB9MHIwfD5j-x1HU&_nc_ht=scontent.fdac15-1.fna&oh=68fe44138b74981ea1ed80c4bbcff8bd&oe=5E5977B5

ড. মাওলানা ঈসা শাহেদী

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সবুর খান বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে একজন সফল ও অনুস্মরণীয় মানুষ ছিলেন। তাঁর জীবন আমাদের জন্য বড় ধরনের শিক্ষা।

https://scontent.fdac15-1.fna.fbcdn.net/v/t1.0-9/72923395_2445379138851254_8636983879963508736_o.jpg?_nc_cat=109&_nc_oc=AQlmyMm6VBxQwpNP8CaWS_vl97e5jF6BbFopybzr6XoWxPOtkykrzvCuoHrQDeULi_o&_nc_ht=scontent.fdac15-1.fna&oh=ead01038e9c884735196d345c5399889&oe=5E263F99

ড. আব্দুস সবুর খান

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশিষ্ট উপস্থাপক শাহ ইফতেখার তারিক, রামপুরা একরামুন্নেছা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. মুহাম্মাদ ফজলুল হক রোকন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মাদ রিয়াজুল ইসলাম।

https://scontent.fdac15-1.fna.fbcdn.net/v/t1.0-9/72368687_2445378915517943_335757260183568384_o.jpg?_nc_cat=104&_nc_oc=AQl53FqHH_V1z5KuX8CbhZldfvPZ10Td5x6pXfVM92_ZEDjoW7MGfNvkZ7VQlfEnRGw&_nc_ht=scontent.fdac15-1.fna&oh=83501c6801ca9d132a2a3d16b0639b82&oe=5E5ABF87

মাওলানা গাজী আতাউর রহমান

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।

https://scontent.fdac15-1.fna.fbcdn.net/v/t1.0-9/75242086_2445379965517838_5846051308536070144_o.jpg?_nc_cat=110&_nc_oc=AQkWrHYxBwx8YG18ZQAkUGe0mej-1lEO0tVaHd27Kr5vZEmUAcNruq3oU9OSzGOMEhs&_nc_ht=scontent.fdac15-1.fna&oh=cc4814806bd8fc325b5c5730dd5557c3&oe=5E1BD3D7

আমা‌দেরকে সা‌থে পে‌তে
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: Islami Shasantantra Chhatra Andolan
twitter: www.twitter.com/iscabd
YouTube-(ISCA BD): www.youtube.com/iscabd1
Google Plus: www.google.com/+iscab

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন