সংবাদ/বিবৃতি

The superiority of Muslims remain in” establishing truth and resisting against injustice”. It is a holy duty for a Muslim to do this work with his/her level best . Especially, students are perfect soldiers for this work. That is why, students are active and effective manpower of a country and a nation.

পাবলিক বিশ্ববিদ্যালয় নবীন বরণে সরকারকে ইশা ছাত্র আন্দোলন-এর আহ্বান

মেধাবী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করে অবিলম্বে কোটা ব্যবস্থার সংস্কার করুন

পাবলিক বিশ্ববিদ্যালয় নবীন বরণে সরকারকে ইশা ছাত্র আন্দোলন-এর আহ্বান

ইশা ছাত্র আন্দোলন আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় নবীন বরণ ২০১৮-এ প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শেখ ফজলুল করীম মারুফ বলেন- “বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ধোঁকাবাজি করছে সরকার। মহান সংসদে “কোটা থাকবে না” মর্মে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্যের পর এ নিয়ে অযথা পানি ঘোলা করা হয়েছে। সরকার সোজা পথ ছেড়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর পাকিস্তানী কায়দায় দলীয় সন্ত্রাস চালিয়েছে। আমরা অতিসত্ত্বর কোটা সমস্যার যৌক্তিক সমাধান চাই। ছাত্র সমাজের নাড়ীর স্পন্দন বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে।”

২৭ জুলাই’১৮ শুক্রবার, বিকাল ৪টায় আইএবি মিলনায়তনে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মাদ জিয়াউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ওমর ফারুক তাওহীদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমীন আল আরাফ।
নবীন বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট এর নবীন ছাত্রদের সংবর্ধনা প্রধান করা হয়।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গঠনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গঠনমূলক রাজনীতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, একদিকে মেধা নির্ভর প্রশাসন গড়ে তুলতে মেধার যেমন মূল্যায়ন প্রয়োজন তেমনি দেশের সংখ্যালঘু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পৃক্ততাও কাম্য। কাজেই এমনভাবে কোটা সংস্কার হওয়া প্রয়োজন যাতে উভয়ের স্বার্থ রক্ষা হয়। এ নিয়ে ছল-চাতুরী ও দমন পীড়ন কিছুতেই শুভ কিছু বয়ে আনবেনা।

isca
isca
isca
isca
isca

আমা‌দেরকে সা‌থে পে‌তে
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: www.facebook.com/iscabd91
twitter: www.twitter.com/iscabd
youtube (ISCA BD): www.youtube.com/iscabd1
Google Plus: www.google.com/+iscabd

সম্পর্কিত কার্যক্রম

সম্পর্কিত কার্যক্রম

সদস্য ফরম

নিচে তথ্যগুলো দিয়ে পাঠিয়ে দিন