আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ছাত্রজনতা মেনে নিবে না -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে, যা দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের রক্তের সাথে উপহাস করার ন্যায় অপরাধ। যারা দেড় দশকের বেশি সময় ধরে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে পুনর্বাসন করা চলবে না।